পেরিস্টালসিস বলতে কী বোঝায় ?

Cyral Carbon
0

 ★ স্থূলতা কি ?

 আদর্শ দৈহিক ওজনের 20 % বা তার বেশি পরিমাণে মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থূলতা বলে।


★  পেরিস্টালসিস বলতে কী বোঝায় ?

 পাকস্থলীর ছন্দময় আন্দোলনকে পেরিস্টালসিস বলে। প্যারিস্টাল ক্রিয়ার ফলে মুখগহবর হাতে খাদ্য পাকস্থলীতে যায় এবং সেখান থেকে ক্ষুদ্রান্তে প্রবেশ করে।এই ক্রিয়ার ফলে খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সাথে মিশ্রিত হয় পাকমন্ডে পরিণত হয়।

0
0
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)