Sn বিক্রিয়া কী ?

Cyral Carbon
0


অ্যালকাইল হ্যালাইড বা হ্যালোজেনো অ্যালকেন কে কোন নিউক্লিয়ফাইল দ্বারা প্রতিস্থাপন করে যে বিক্রয়া সম্পন্ন  হয় তাকে Sn বিক্রয়া বা নিউক্লিয়ফিলিক প্রতিস্থাপন বিক্রয়া বলে।

★ নিউক্লিয়ফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা Sn বিক্রয়া দুই প্রকার :-

১. Sn1 বিক্রিয়া 

  এই বিক্রিয়ার সম্পূর্ণ নাম এক আনবিক নিউক্লীয়ফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়া দুই ধাপে ঘটে। যথা:

১ম ধাপ :
এই ধাপে 3 degree  অ্যালকাইল হ্যালাইড বা হ্যালোজেনো অ্যালকেন RX অনুটি ধীরে ধীরে বিয়োজিত হয়ে 3 degree কার্বোনিয়াম আয়ন ও হ্যালাইড আয়ন গঠন করে। 


২য় ধাপ :
এই ধাপে কার্বোনিয়াম আয়ন দ্রুত নিউক্লিয়ফাইলের সাথে যুক্ত হয়। 




★  একটি মাএ বিক্রিয়কের ঘনমাএার উপর কোন নিউক্লিয়ফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি নির্ভরশীল হলে এরুপ বিক্রিয়াকে এক আনবিক নিউক্লিয়ফিলিক প্রতিস্থাপন (Sn1) বিক্রিয়া  বলে।এই বিক্রয়ার গতি শুধু অ্যালকাইল হ্যালাইড বা হ্যালোজেনো অ্যালকেনের উপর নির্ভর করে তাই একে এক আনবিক নিউক্লিয়ফিলিক প্রতিস্থাপন (Sn1) বিক্রিয়া  বলে।

২. Sn2 বিক্রয়া

এই বিক্রয়াটি একধাপে ঘটে নিউক্লীয়ফাইল হ্যালোজেন যুক্ত কার্বন পরমানুর দিকে যতই এগিয়ে যেতে থাকে ততই কর্বন ও হ্যালোজেনের মধ্যে বন্ধুনটি ততই ভাঙ্গতে থাকে। এক পর্যায়ে কার্বনের সাথে নিউক্লিয়ফাইলের যখন বন্ধন সম্পন্ন হয়। তখন  কার্বন ও হ্যালোজেনের মধ্যে বন্ধনটিও সম্পূর্ণরুপে ভেঙ্গে যায়।





★ এক অনু বিক্রিয়ক ও এক অনু নিউক্লিয়ফাইলের সংঘর্ষের ফলে যে প্রতিস্থাপন বিক্রয়া ঘটে তাকে দ্বি আনবিক নিউক্লিয়ফিলিক প্রতিস্থাপন বিক্রয়া বলে। 
এ বিক্রয়া হ্যালোজেনো অ্যালকেন ও নিউক্লিয়ফাইলের উপর নির্ভর করে।

0
0

Post a Comment

0 Comments
Post a Comment (0)