গ্যাস ধ্রুবকের তাৎপর্য :
চাপ স্থির রেখে এক মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধিজনিত যে পরিমাণ কাজ হয়,তা মোলার গ্যাস ধ্রুবক R এর সমান।
গ্যাস ধ্রুবক R এর মান নির্নয় :
গ্যাসের চাপ(P) ও আয়তন (V) কে বিভিন্ন এককে এবং তাপমাত্রাকে ( T) কে কেলভিন এককে ব্যাবহার করে মোলার গ্যাস ধ্রুবক R এর মান চারটি ভিন্ন এককে প্রকাশ করা হয়।
1. L-atm এককে Rএর মান নির্নয় :
এই এককে আয়তন, V=22.4 L;
চাপ, P=1 atm;
মোল,n=1;
তাহলে,
PV=nRT
বা, R=PV÷nT
মানগুলো বসালে আসবে,
R=0.0821 L.atm/mol.K
2. SI এককে R এর মান নির্নয় :
এই এককে চাপ,P=101325 N/m^2;
আয়তন,V=22.4 x 10^-3 m^3;
মোল,n=1,
তাহলে,
R=PV÷nT
এ মান বসালে আসবে,
R=8.314 J/mol.K
3. CGS এককে R এর মান:
এক্ষেত্রে
চাপ,P=1 atm=76. (13.6). 981 = 1013961.6 dyne.cm^-1
আয়তন,V=22.4L=22414cm^3
তাহলে
R=PV÷nT
মান বসালে আসবে,
R=8.32 x 10^7 erg/K.mol
[NB: 1 dyne.cm=1 erg ]
4. Calory এককে R এর মান:
এক্ষেত্রে,
আমরা জানি,
1 cal=4.18 J
বা, 1 J=1÷(4.18) cal
SI এককে Rএর মান,
R=8.32 J/mol.K
=8.32 x {1÷(4.18)} cal/mol.K
★ বন্দি পাঠশালার প্রিমিয়াম কোর্স ফ্রিতে watch & Download করতে এখানে ক্লিক কর,,,,,,
nice bro
ReplyDeleteকক্ষ তাপমাত্রায় R এর মান কত?
ReplyDeleteSI এককে,
Deleteকক্ষ তাপমাত্রা, T= (25+ 273) k
এই তাপমাত্রা, R= PV/nT সমীকরণে বসালে কক্ষ তাপমাত্রায় R এর মান আসবে 7.621 J/k/mol.
T=(২৫+২৭৩) হলো কেন?
Deleteকক্ষ তাপমাত্রায়
ইঞ্জিনিয়ারিং এককে R এর মান কত ?
ReplyDeleteইঞ্জিনিয়ারিং এককে R এর মান R = 2783.63 ft.Ib/mol/k
Deleteকক্ষ তাপমাত্রায় মোলার গ্যাস ধ্রুবকের মান বের করার জন্য কক্ষ তাপমাত্রা নিতে হবে তারপর পরম স্কেলে পরিণত করে মান বের করতে হবে।
ReplyDeleteতাপমাত্রা, T = 25 degree celcious = (25+273)k =298 k
R = PV/nT তে মান বসালে কক্ষ তাপমাত্রায় এর মান আসবে R = 7.621 J/k/mol
25°C তাপমাত্রাকে-ই কক্ষ তাপমাত্রা হিসেবে বিজ্ঞান মহলে মেনে নেয়া হয়েছে। কারণ আমাদের ঘর গুলোর তাপমাত্রা বেশির ভাগ সময় 25°C তাপমাত্রার আশেপাশে থাকে এবং তা সহনীয় ও আরাদায়ক । আমাদের পৃথবীর প্রায় সকল ঘরের তাপমাত্রা পায় 25°C । এই কারণে 25°C বা 298 K তাপমাত্রা কে কক্ষ তাপমাত্রা বলে।