অরবিটালের সংকরায়ন(Hybridization of orbital)

Cyral Carbon
0


কোন পরমাণুর যোজ্যতাস্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে অরবিটালের সংকরায়ন বা Hybridization বলে। 

উৎপন্ন অরবিটালসমূহ সংকর অরবিটাল নামে পরিচিত।

বিভিন্ন মৌলের সংকরায়ন বিভিন্ন যৌগে এদের সংকরন বিভিন্নরকম হতে পারে। সাধারণভাবে সংকরায়নকে তিনটি সংকরায়নে ভাগ করা যেতে পারে।যেমন: sp, sp^2, sp^3

1. sp সংকরায়ন :

    পরমানুর যোজ্যতাস্তরে একটি  "S" অরবিটাল এবং একটি "P" অরবিটাল পরষ্পর পরষ্পরকে অধিক্রমণ করে সমশক্তির দুটি অরবিটাল উৎপন্ন করে তাকে "SP" সংকরায়ন বলে।

এ সংকরিত অরবিটাল দুটি পরষ্পর 180 degree কোনে অবস্থান করে। এ সংকরায়নকে কৌনিক সংকরায়ন বা diagonal hybridization বলে। 

প্রতিটি "sp" সংকর অরবিটালে সমপরিমাণ "s" ও সমপরিমাণ "p" এর (50% s & 50% p) গুন বর্তমান থাকে। কোন পরমানুর কেন্দ্রীয় পরমাণুটি "sp" সংকরিত হলে তার গঠন সরলরৈখিক হয়। কর্বনের এি-বন্ধনযুক্ত যৌগে "sp" সংকরায়ন ঘটে।

নিচে "sp" সংকরায়নের চিএ দেখানো হলো:



2.  sp^2 সংকরায়ন :

             কোন পরমাণুর যোজ্যতাস্তরের
একটি "s" অরবিটাল ও দুটি "p" সংকরিত হয়ে তিনটি সমশক্তির ট্রাইগোনাল বা এিকোনীয় আকৃতির অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে "sp^2" সংকরায়ন বলে।

কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুর "sp^2"সংকরায়ন হলে দুটি অরবিটালের মধ্যে 120 degree  কোন উৎপন্ন করবে। সকল দ্বি-বন্ধনযুক্ত(একটি পাই ও দুটি সিগমা বন্ধন)  যৌগে কার্বনের "sp^2" সংকরায়ন ঘটে।

"sp^2" সংকরিত অরবিটালের মধ্যে "s" এর (1/3) % এবং "p" এর (2/3) % গুন বর্তমান থাকে।
নিচে "sp^2" সংকরায়ন চিএ দেখানো হলো:

3. sp^3 সংকরায়ন :

         কোন পরমাণুর যোজ্যতাস্তরের একটি "s" অরবিটাল ও তিনটি "p" অরবিটাল সংকরিত হয়ে সমশক্তির 4 টি অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে "sp^3" সংকরায়ন বলে।

কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুর "sp^3 " সংকরায়ন হলে অরবিটাল দুটির মধ্যে 109.5 degree কোন উৎপন্ন হয়। "sp^3" সংকরায়নকে টেট্রাহাইড্রাল সংকরায়ন(Tetrahedral hybridization) বলে।

প্রত্যেকটি "sp^3" সংকরিত অরবিটালের মধ্যে "s" এর 25% এবং "p" এর 75% গুণাবলী  বিদ্যামান থাকে। 
নিচে "sp^3" সংকরায়নের দেখানো হলো :


0
0

Post a Comment

0 Comments
Post a Comment (0)