উৎপন্ন অরবিটালসমূহ সংকর অরবিটাল নামে পরিচিত।
বিভিন্ন মৌলের সংকরায়ন বিভিন্ন যৌগে এদের সংকরন বিভিন্নরকম হতে পারে। সাধারণভাবে সংকরায়নকে তিনটি সংকরায়নে ভাগ করা যেতে পারে।যেমন: sp, sp^2, sp^3
1. sp সংকরায়ন :
পরমানুর যোজ্যতাস্তরে একটি "S" অরবিটাল এবং একটি "P" অরবিটাল পরষ্পর পরষ্পরকে অধিক্রমণ করে সমশক্তির দুটি অরবিটাল উৎপন্ন করে তাকে "SP" সংকরায়ন বলে।
এ সংকরিত অরবিটাল দুটি পরষ্পর 180 degree কোনে অবস্থান করে। এ সংকরায়নকে কৌনিক সংকরায়ন বা diagonal hybridization বলে।
প্রতিটি "sp" সংকর অরবিটালে সমপরিমাণ "s" ও সমপরিমাণ "p" এর (50% s & 50% p) গুন বর্তমান থাকে। কোন পরমানুর কেন্দ্রীয় পরমাণুটি "sp" সংকরিত হলে তার গঠন সরলরৈখিক হয়। কর্বনের এি-বন্ধনযুক্ত যৌগে "sp" সংকরায়ন ঘটে।
2. sp^2 সংকরায়ন :
কোন পরমাণুর যোজ্যতাস্তরের
একটি "s" অরবিটাল ও দুটি "p" সংকরিত হয়ে তিনটি সমশক্তির ট্রাইগোনাল বা এিকোনীয় আকৃতির অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে "sp^2" সংকরায়ন বলে।
কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুর "sp^2"সংকরায়ন হলে দুটি অরবিটালের মধ্যে 120 degree কোন উৎপন্ন করবে। সকল দ্বি-বন্ধনযুক্ত(একটি পাই ও দুটি সিগমা বন্ধন) যৌগে কার্বনের "sp^2" সংকরায়ন ঘটে।
"sp^2" সংকরিত অরবিটালের মধ্যে "s" এর (1/3) % এবং "p" এর (2/3) % গুন বর্তমান থাকে।
3. sp^3 সংকরায়ন :
কোন পরমাণুর যোজ্যতাস্তরের একটি "s" অরবিটাল ও তিনটি "p" অরবিটাল সংকরিত হয়ে সমশক্তির 4 টি অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে "sp^3" সংকরায়ন বলে।
কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুর "sp^3 " সংকরায়ন হলে অরবিটাল দুটির মধ্যে 109.5 degree কোন উৎপন্ন হয়। "sp^3" সংকরায়নকে টেট্রাহাইড্রাল সংকরায়ন(Tetrahedral hybridization) বলে।
প্রত্যেকটি "sp^3" সংকরিত অরবিটালের মধ্যে "s" এর 25% এবং "p" এর 75% গুণাবলী বিদ্যামান থাকে।
0
0
0