সন্নিবেশ সমযোজী বন্ধন

Cyral Carbon
0




N.V.Sidgwick এর মতে কোন কোন সময় বন্ধন গঠনে ইলেকট্রন জোড় একটি পরমাণু থেকে আসে। যদিও বন্ধন গঠনকারী ইলেকট্রন একটি পরমাণু থেকে আসে তথাপি ইলেকট্রন জোড়া সমভাবে উভয় পরমাণু ব্যবহার করে এবং এই ইলেকট্রন জোড়া একটি সমযোজী বন্ধন হিসেবে কাজ করে। সন্নিবেশ সমযোজী বন্ধনের সংজ্ঞানুযায়ী, একটি পরমাণু থেকে এক জোড়া ইলেকট্রন দুই পরমাণুকে বন্ধনে আবদ্ধ করে তখন সেই বন্ধনকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে।

প্রকৃতপক্ষে সন্নিবেশ সমযোজী বন্ধন এক ধরনের সমযোজী বন্ধন কারণ ইলেকট্রন দাতা পরমাণুর কাছ থেকে আসা ইলেকট্রন দুটো, দুটো পরমাণুর (দাতা ও গ্রহীতা) মধ্যে সমভাবে বন্টিত হয় এবং ইলেকট্রন গণনার সময়ও উভয়ের জন্য ইলেকট্রন দুটো গণনা করা হয়।

0
0

Post a Comment

0 Comments
Post a Comment (0)