কোষ বিভাজন ও জীব প্রযুক্তি
Password : biology
Click here to see the class
কোষ বিভাজন দাগানো পিডিএফ -
জীবপ্রযুক্তি দাগানো পিডিএফ -
কোষ বিভাজন
১. মাইটোসিস কি?
উত্তর: যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোসোম উভয়ই একবার করে বিভক্ত হয়ে সমান আকৃতির এবং সমগুণসম্পন্ন দুটি নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষ সৃষ্টি করে থাকে মাইটোসিস বলে।
২. ইন্টারকাইনেসিস কি ?
উত্তর: মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভিক্তির মধ্যবর্তী স্ময়ই হলো ইন্টারকাইনেসিস।
৩. মেটাকাইনেসিস কি ?
উত্তর: মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়ার নামই মেটাকাইনেসিস।
৪. সেন্ট্রোমিয়ার কি ?
উত্তর: রঞ্জিত করলে ক্রোমোসোমের যে অংশ রংহীন থাকে তাকেই সেন্ট্রোমিয়ার বলে।
৫. টেট্রাড কি ?
উত্তর: প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোসোমের চারটি ক্রোমাটিডকে টেট্রাড বলে।
৬. কোষচক্র কি ?
উত্তর: কোষ বিভাজনের সময় প্রস্তুতিমূলক পর্যায় ও বিভাজনের পর্যায়কে একসাথে কোষচক্র বলা হয়।
৭. সিস্টার ক্রোমাটিড কি ?
উত্তর: একই ক্রোমোসোমের দুটি ক্রোমাটিডই সিস্টার ক্রোমাটিড।
৮. কায়াজমা অংশে ক্রোমাটিডগুলোকে জোড়া দেয় কে?
উত্তর: লাইগেজ কায়াজমা অংশে ক্রোমাটিডগুলো জোড়া দেয়।
৯. ক্রসিং ওভার কোথায় হয় ?
উত্তর: মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মিয়োসিস-১ এর প্রোফেজ-১ ধাপের প্যাকাইটিনে ক্রসিং ওভার হয়।
১০. মাতৃকোষ সরাসরি বিভাজিত হয়ে কোন প্রক্রিয়ায় কোষ বিভাজন করে থাকে ?
উত্তর: অ্যামাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষ সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে।
গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন (‘খ’ নং প্রশ্ন)
১. মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখ।
উত্তর: মাইটোসিস কোষ বিভাজন অনেকভাবে গুরুত্ববহন করে। তারমধ্য থেকে ১০ টি দিক নিচে তুলে ধরা হলো:
ক্রোমোজোমের সমতা রক্ষা
ক্রমাগত ক্ষয়পূরণ
বংশ বৃদ্ধি
জননকোষের সংখ্যা বৃদ্ধি
নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা
গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা
নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা
পুনরুৎপাদন
ক্ষতস্থান পূরণ
দেহ গঠন
২. সমীকরণিক বিভাজন বলতে কি বুঝ?
উত্তর: যে কোষবিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে সমসংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং এদের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে তাকে সমীকরণিক বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজনে এমনটা ঘটার কারণে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়ে থাকে।
৩. জীবের জন্য কোষ বিভাজন প্রয়োজন কেন?
উত্তর: জীবের বংশবৃদ্ধি, দৈহিক বৃদ্ধি, সংখ্যাবৃদ্ধি, যৌন জনন ইত্যাদি কারণে জীবনের জন্য কোষ বিভাজন প্রয়োজন। জননকোষের সংখ্যা বৃদ্ধি, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা এসবও কোষ বিভাজনের মাধ্যমেই হয়ে থাকে।
৪. ক্রসিংওভার বলতে কি বুঝ?
উত্তর: এক জোড়া সমসংস্থ ক্রোমোসোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিংওভার বলে। মিয়োসিস/মায়োসিস কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো ক্রসিংওভার। ক্রসিংওভারের ফলে জীবের জিনগত পরিবর্তন সাধিত হয়, এবং এর ফলে জীবের আচরণগত পরিবর্তন সাধিত হয়।
৫. কায়াজমা বলতে কি বুঝ? বা কায়াজমা কি?
উত্তর: দুটি নন-সিস্টার ক্রোমাটিডের X আকৃতির সংযোগস্থলকে কায়াজমা বলে। মিয়োসিস-১ এর প্যাকাইটিন উপপর্যায়ের শেষের দিকে বাইভ্যালেন্টের যেকোনো দুটি নন সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় একটির সাথে অন্যটির জোড়া লাগে। ফলে ওই স্থানে যেই X আকৃতির সৃষ্টি হয় তাকে কায়াজমা বলা হয়ে থাকে।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও প্রশ্নের টপিক নিচে দেয়া হলো।
১. মাইটোসিস কোষ বিভাজনের প্রত্যেক ধাপের চিহ্নিত চিত্র অংকন।
২. মায়োসিস কোষ বিভাজনের প্রত্যেক ধাপ এবং উপধাপের চিহ্নিত চিত্র আঁক।
৩. মাইটোসিস ও মিয়োসিসের প্রত্যেক ধাপ সম্পর্কে বর্ণনা।
৪. মেটাফেজ ও অ্যানাফেজের মধ্যে পার্থক্য কি?
৫. কোষচক্রের সংশ্লেষণ প্রক্রিয়াটি কোষ বিভাজনে আবশ্যক- ব্যাখ্যা কর।
৬. ক্রসিংওভার চিত্রসহ ব্যাখা।
৭. জিনগত বৈচিত্র্য সৃষ্টিতে ক্রসিংওভারের গুরুত্ব ব্যাখ্যা কর।
৮. অভিব্যক্তি ও বৈচিত্র্য সৃষ্টিতে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব আলোচনা কর।
৯. Pteris এর জনুক্রমে মাইটোসিস ও মায়োসিস উভয় কোষ বিভাজনই গুরুত্বপূর্ণ- ব্যাখ্যা কর।
১০. মাইটোসিস ও মায়োসিসের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জীবদেহ গঠিত হয়- বিশ্লেষণ কর।
জীব প্রযুক্তি
১. প্লাজমিড কি ?
ব্যাকটেরিয়া কোষে ক্রোমোসোম বহির্ভূত গোলাকার স্বতন্ত্র DNA-ই প্লাজমিড।
২. জিনোম কি ?
কোনো জীবের একটি পূর্ণাঙ্গ DNA সেটই হলো জিনোম।
৩. ইনসুলিন কি ?
ইনসুলিন হলো অগ্ন্যাশয়ের বিটা কোষ হতে নিঃসৃত হরমোন যা রক্তে বিদ্যমান গ্লুকোজের উচ্চ মাত্রাকে কমিয়ে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে।
৪. PCR কি ?
Polymerage Chan Reaction হলো একটি চেইন বিক্রিয়া যার মাধ্যমে একটি জিনের হুবহু কপি করা হয়।
৫. এক্সপ্লান্ট কি ?
টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদ থেকে পৃথক করে নেয়া অংশই এক্সপ্লান্ট।
৬. ইন্টারফেরন কি ?
ইন্টারফেরন হলো একধরনের উচ্চ আনবিক ওজন সম্পন্ন প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়।
৭. GMO কি ?
Genetically Modified Organism হলো এক বিশেষ ধরনের উদ্ভিদ যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত DNA স্থানান্তরের মাধ্যমে তৈরি করা হয়।
৮. Bt বেগুন কি ?
Bt বেগুন হলো Bacillus thuringiensis নামক একটি সয়েল ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জিনে অন্তর্ভুক্ত করে উৎপন্ন একটি Genetically Modified বেগুন।
৯. রেস্ট্রিকশন এনজাইম কি ?
যে এনজাইম প্রয়োগ করে DNA অনুর সুনির্দিষ্ট অংশ কাঁটা যায়, তাকেই রেস্ট্রিকশন এনজাইম বলে।
গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন বা 'খ' নং প্রশ্ন
১. জিনোম সিকোয়েন্সিং বলতে কি বুঝ ?
DNA অণুর অনুদৈর্ঘ্য ATGC বেসগুলো কোন অনুক্রমে সাজানো থাকলে তা উদঘাটন করাই হলো জিনোম সিকোয়েন্সিং। আধুনিক বিজ্ঞানের এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জীবিন রহস্য উদঘাটন করেছেন।
২. রেস্ট্রিকশন এনজাইম বলতে কি বুঝ ?
যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট অংশ কর্তন করা হয়, তাকে রেস্ট্রিকশন এনজাইম বলে। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে এপর্যন্ত ২৫০ ধরনের রেস্ট্রিকশন এনজাইম পৃথক করা হয়েছে। যেমন Eco RI, Hind III ইত্যাদি।
৩. জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝ ?
কোনো জীবকোষ থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী DNA খন্ডাণু পৃথক করে ভিন্ন একটি জীবকোষের DNA এর সাথে জোড়া দিয়ে তাতে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটানোর কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।
৪. নতুন GMO অবমুক্তকরণে জীবনিরাপত্তার নীতিমালা গুরুত্বপূর্ণ কেন ?
নতুন GMO অবমুক্তকরণে জীবনিরাপত্তার নীতিমালা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটি মেনে না চললে, তা জীবের জন্য ক্ষতির কারণ হতে পারে। এমনকি পুরো জীবজগতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
গুরুত্বপূর্ণ প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন বা 'গ' এবং 'ঘ' নং প্রশ্ন
★ টিস্যুকালচার প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উন্নত জাতের উদ্ভাবন।
★ খাদ্য নিরাপত্তায় টিস্যু কালচার।
★ টিস্যু কালচারের গুরুত্ব এবং সচিত্র বর্ণনা
★ দ্বিনিষেক ও টিস্যুকালচার
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি, ধাপ এবং ব্যবহার
DNA ফিঙ্গারপ্রিন্ট এর সম্ভাবনা ও সীমাবদ্ধতা
0
0
0