★ লালা কী?
মানুষের লালা গ্রন্থি থেকে নিঃসৃত রসই লালা।
★ BMI বলতে কী বোঝায় ?
শরীরের ওজন নির্ধারণের জন্য উচ্চতা ও ওজনের যে আনুপাতিক হার উপস্থাপন করা হয় তাকে বিএমআই বা Body mass index বলে। যদি কারো BMI 25-30 kgm2 হয় তাকে মোটা বলা যায়।
BMI = দেহের ওজন (kg) / দেহের উচ্চতা 2 (m)
0
0
0