ডেন্টাল ফর্মূলা বলতে কী বোঝ ?

Cyral Carbon
0

 ★   ডেন্টাল ফর্মূলা বলতে কী বোঝ ? 


স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে দাঁতের সংখ্যা ও ধরন যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা বলে। মানুষের চোয়ালে চার ধরনের দাঁত থাকে। একটি সরলরেখার ওপরে ও নিচে বিভিন্ন প্রকার দাঁতের ইংরেজি নামের প্রথম অক্ষর লিখে ওই দাঁতের  অর্ধাংশে কয়টি দাঁত আছে তা লেখা হয়। যেমন,


মানুষের দন্ত সংকেত হচ্ছে : 


ICPM = 2123

0
0
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)