লিথাল জিন বলতে কী বোঝায় ?

Cyral Carbon
0

 ★  লিথাল জিন বলতে কী বোঝায় ?

যেসব জিন বা অ্যলিলের কারণে জীবের মৃত্যু ঘটে সে গুলোকে মরণ জিন বা লিথাল জিন বলে। এর প্রভাবে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের F2 জনুর  ফিনোটাইপিক  অনুপাত ৩ :১ এর পরিবর্তে 1 : 2 : 1 হয়।  ফারসি বিজ্ঞানী কুনো সর্বপ্রথম ইঁদুরের গায়ের রঙের ক্ষেত্রে লিথাল জিন এর উপস্থিতি লক্ষ করেন।

0
0
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)