UV রশ্মির সাহায্যে কিভাবে জাল টাকা সনাক্ত করা হয় ?

Cyral Carbon
0
★ UV রশ্মির সাহায্যে কিভাবে জাল টাকা সনাক্ত করা হয় ? 

টাকার উপর যে কালীর প্রলেপ দেয়া হয় তাতে এমন UV ফ্লোরেন্স উপাদান থাকে যাতে করে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আলো পড়লেই কেবল এটি আলোকে প্রতিফলিত করে। এ কালি শুধুমাত্র নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের  UV আলোর নিচে দৃশ্যমান । সাধারণ অবস্থায় এটি খালি চোখে দেখা সম্ভব নয়। UV রশ্মি উৎপাদনকারী যন্ত্র থেকে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের UV আলো যখন ব্যাংকের নোটের ওপর ফেলা হয় তখন বিশেষ কালিতে উপস্থিত ফ্লোরোসেন্স ফসফর বিক্রিয়া করে দৃশ্যমান আলো সৃষ্টি করে দৃশ্যমান আলো সৃষ্টি করে।এভাবে জাল টাকা সনাক্ত করা হয়।
0
0
Tags

إرسال تعليق

0 تعليقات
إرسال تعليق (0)