ফেহলিং দ্রবণ । Fehling solution

Cyral Carbon
0


সম আয়তনের কপার সালফেটের জলীয় দ্রবণ ও ক্ষারীয় সোডিয়াম পটাশিয়াম টারটারেট( রাসেল লবণ) দ্রবণ মিশ্রিত করলে যে নীল বর্ণের দ্রবণ তৈরি হয় তাকে ফেহলিং দ্রবণ বলে।

ফেহলিং দ্রবণে ডাই টারটারেট কিউপ্রিক হাইড্রোক্সাইড জটিল যৌগ গঠিত হয়। এ জটিল যৌগের কিউপ্রিক আয়ন জারক হিসেবে কাজ করে। তাপ প্রয়োগ করলে অ্যালডিহাইড ফেলিং দ্রবণ এ উপস্থিত কিউপ্রিক আয়ন দ্বারা জারিত হয়ে এসিডে এবং ফেলিং দ্রবণের কিউপ্রিক আয়ন দ্বারা জারিত হয়ে কিউপ্রাস অক্সাইড এর লাল অধঃক্ষেপে পরিণত হয়।



0
0
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)