ডায়াজোনিয়াম লবণ প্রস্তুুতি । Diazonium salt

Cyral Carbon
0


১৮৫৮ সালে বিজ্ঞানী Griess ডায়াজোনিয়াম লবণ প্রথম তৈরি করেন।

ডায়াজোনিয়াম লবণ অ্যারোমেটিক প্রাইমারি আমিনের একটি জাতক। যে লবণের ধনাত্মক অংশে বেনজিন বলয়ের সাথে দুটি নাইট্রোজেন পরমাণু বিশিষ্ট ক্যাটায়ন এবং ঋণাত্মক অংশে অজৈব একযোজী এসিড হিসেবে থাকে তাকে ডায়াজোনিয়াম লবণ বলে। যে প্রক্রিয়ায় কোন অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন নিম্ন তাপমাত্রায় খনিজ এসিডের উপস্থিতিতে নাইট্রাস এসিডের সাথে বিক্রিয়া করে ডায়াজোকরন বা ডায়াজোটাইজেশন বলে।
ডায়াজোনিয়াম লবণ উৎপাদন প্রক্রিয়া :-


মুলতও্ব:-

সাধারণত 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নীচে HCl এ দ্রবীভূত অ্যানিলিন এর সাথে সোডিয়াম নাইট্রাইটের জলীয় দ্রবণ যোগ করলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়। তিন ধাপে এ প্রক্রিয়া সম্পাদিত হয়। প্রথমে অ্যানিলিন HCl এসিডের সংযোগে অ্যানিলিন হাইড্রোক্লোরাইড লবণ গঠিত হয়। এদিকে সোডিয়াম নাইট্রাইটের NaNO2 সাথে HCl বিক্রিয়া করে নাইট্রিক এসিড HNO3 গঠন করে। যা অ্যানিলিন হাইড্রোক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ডায়াজোনিয়াম ক্লোরাইড লবন করে।
ডায়াজোনিয়াম লবণ একটি কেলাসাকার যৌগ হলেও বিক্রিয়া মিশ্রণ থেকে কেলাসিত করে একে পৃথক করা হয় না কারণ এই প্রক্রিয়ায় বিস্ফোরণ ঘটে। তাই বিক্রয়া মিশ্রণে দ্রবণ হিসেবে ব্যবহার করা হয়।

★ ডায়াজোনিয়াম লবণের রাসায়নিক বিক্রিয়াকে তিন ভাগে ভাগ করা হয়। যথা :-

১. ডায়াজো মূলকের প্রতিস্থাপন বিক্রিয়া

২.ডায়াজো মূলকের বিজারণ বিক্রিয়া

৩.যুগলায়ন বিক্রিয়া 

ডায়াজো মূলকের প্রতিস্থাপন বিক্রিয়া

i. (-OH) মুলক দ্বারা প্রতিস্থাপন:

ডায়াজোনিয়াম লবণ কে লঘু এসিডের উপস্থিতিতে আদ্রবিশ্লেষিত করলে ফেনল গঠিত হয়।


ii. H দ্বারা প্রতিস্থাপন:

CuCl2  এর উপস্থিতিতে বেনজিন ডায়াজোনিয়াম লবণ এর সাথে হাইপোফসফরাস (H3PO2) এসিড এর বিক্রয়া ঘটালে অ্যারিন (বেনজিন) যৌগ উৎপন্ন হয় এবং নাইট্রোজেন  গ্যাস নির্গত হয়।


iii. হ্যালোজেন (x= Cl,Br) ও -CN দ্বারা প্রতিস্থাপন:

 ডায়াজো মূলকে কোন হ্যালোজেন বা সায়নো মূলক দ্বারা প্রতিস্থাপিত করা যায়। এর জন্য দুটি বিক্রিয়া আছে।
ক. স্যান্ডমেয়ার বিক্রিয়া 
 ডায়াজোনিয়াম লবণ এর জলীয় দ্রবণকে কিউপ্রাস লবণ ও তার হাইড্রাসিড সহ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ডায়াজো মূলক কিউপ্রাস লবণের সংশ্লিষ্ট অম্লীয় মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বেনজিন জাতক গঠিত হয়।
 কিউপ্রাস আয়ন দ্বারা প্রভাবিত এ বিক্রিয়াকে স্যান্ডমেয়ার  বিক্রিয়া বলে।



 স্যান্ডমেয়ার  বিক্রিয়ায় প্রাপ্ত  ফিনাইল সায়ানাইড দ এসিড দ্বারা আদ্র বিশ্লেষণ করলে বেনজয়িক এসিড পাওয়া যায়।



খ. গ্যাটারম্যান বিক্রিয়া

 বেনজিন ডায়াজোনিয়াম লবণকে  কপার চূর্ণ এবং হ্যালোজেন এসিড সহ উত্তপ্ত করলেও ডায়াজোমুলক হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়।  এ বিক্রিয়াকে গ্যাটারম্যান বিক্রিয়া বলে।




iv. আয়োডো  মূলক দ্বারা প্রতিস্থাপন :

 ডায়াজোনিয়াম লবণ কে জলীয় পটাশিয়াম আয়োডাইড দ্রবণ সহ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আয়োডিন পরমাণু উপস্থাপিত হয় এবং আয়োডোবেনজিন গঠিত হয়।



২. ডায়াজো মূলকের বিজারণ বিক্রিয়া :

ডায়াজোনিয়াম লবণকে মৃদু ও তীব্র  উভয় প্রকার বিজারক দ্বারা বিজারিত করা যায়।

i. মৃদু্ বিজারন

ডায়াজোনিয়াম লবণ কে Na2SO3 বা SnCl2 /  HCl দ্বারা বিজারিত করলে মুক্ত ফিনাইল   হাইড্রাজিন পাওয়া যায়।



ii. তীব্র বিজারন : 

 ডায়াজোনিয়াম লবণ কে দস্তা(Zn) ও HCl বা  LiAlH4 দ্বারা বিজারিত করলেও এর অ্যারাইল অ্যামিন( অ্যানিলিন) উৎপন্ন হয়।




৩. যুগলায়ন বিক্রিয়া বা Coupling reaction


 অ্যারোমেটিক ডায়াজোনিয়াম আয়ন সমূহ যেমন বেনজিন ডায়াজোনিয়াম আয়ন, হলো দুর্বল ইলেকট্রোফাইল তাই ডায়াজোনিয়াম ক্যাটায়ন সমূহ ফেনল অথবা অ্যারোমাটিক  অ্যামিনের সক্রিয় নিউক্লিয়ফিলিক প্রান্ত যেমন 4 - অবস্থানে আক্রমণ করে ডায়াজোমূলক দ্বারা ফেনল অথবা প্রাইমেরী অ্যামিনের বেনজিন বলয় এর সাথে যুক্ত হয়ে রঙিন অ্যাজো যৌগ গঠন করে এরূপ বিক্রিয়াকে অ্যাজো কাপলিং  বা  অ্যাজো যুগলায়ন বিক্রিয়া বলে।



এই উৎপন্ন  যৌগে N2 উপস্থিত থাকার কারনে আলোক শোষিত হয়। ফলে যৌগটি উজ্জ্বল রঙিন বর্ণ ধারন করে। এদেরকে রঞ্জক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় এবং বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করা হয়।

إرسال تعليق

0 تعليقات
إرسال تعليق (0)