শুষ্ক ইথারীয় দ্রবণে হ্যালোজেন অ্যালকেনের (RX) সাথে ম্যাগনেসিয়াম ধাতুর গুড়াঁ যোগ করলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হয় একে গ্রিগনার্ড বিকারক বলে।
1. গ্রিনার্ড বিকারক হতে হাইড্রোকার্বন প্রস্তুতি :-
গ্রিনার্ড বিকারকের সাথে পানি যোগ করলে হাইড্রোকার্বন উৎপন্ন হয়।
2. গ্রিনার্ড বিকারক হতে 1° অ্যালকোহল প্রস্তুতি:-
গ্রিনার্ড বিকারকের সাথে 1 degree মিথান্যাল যোগ করলে 1 ডিগ্রী অ্যালকোহল উৎপন্ন হয়। যেমন:-
3. গ্রিনার্ড বিকারক হতে 2 degree অ্যালকোহল প্রস্তুতি:-
গ্রিনার্ড বিকারকের সাথে ইথান্যাল যোগ করলে 2 degree অ্যালকোহল উৎপন্ন হয়।
4. গ্রিনার্ড বিকারক হতে 3° অ্যালকোহল প্রস্তুতি:-
গ্রিনার্ড বিকারকের সাথে প্রোপানোন বিক্রিয়া করে 3° অ্যালকোহল তৈরি করে।
5. গ্রিনার্ড বিকারক থেকে কিটোন প্রস্তুতি:-
গ্রিনার্ড বিকারক এর সাথে এসিড ক্লোরাইড বিক্রিয়ায় কিটোন উৎপন্ন হয়।
6. গ্রিনার্ড বিকারক থেকে কার্বক্সিলিক এসিড প্রস্তুতি:-
অনার্দ্র শুষ্ক বরফ(কঠিন CO2) এর মধ্যে দিয়ে গ্রিগনার্ড বিকারক যোগ করলে যুৎ যৌগ উৎপন্ন হয়। পরে যুত যৌগকে লঘু হাইড্রোক্লোরিক সহ আদ্রবিশ্লেষিত করলে কার্বক্সিলিক এসিড তৈরি হয়।
★ অপসারণ বিক্রিয়া
অ্যালকোহলীয় KOH এর উপস্থিতিতে হ্যালোজেনো অ্যালকেনের হ্যালোজেন যুক্ত কার্বন পরমাণুর পাশে যে বিটা কার্বনের একটি হাইড্রোজেন পরমাণুর সাথে হ্যালোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন হ্যালাইড (HX) রূপে অপসারিত হয় বলে এরূপ বিক্রিয়াকে হাইড্রোজিনেশন বা বিটা অপসারণ বিক্রিয়া বলে।
অপসারণ বিক্রয়া দুই প্রকার। যথা:-
E1 ও E2 বিক্রয়া।
★ বন্দি পাঠশালার প্রিমিয়াম কোর্স ফ্রিতে watch & Download করতে এখানে ক্লিক কর,,,,,,