প্যাসকেলের সূএ(pascal's law)

Cyral Carbon
0
কোন আবদ্ধ তরল বা বয়ুবীয় পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ সেই চাপ সবদিকে সঞ্চালিত হয় এ সম্পর্কে বিজ্ঞনী প্যাসকেল একটি সূএ প্রদান করেন যা প্যাসকেলের সূএ নামে পরিচিত।

সূএ (pascal's law):

 আবদ্ধ পাএে তরল বা বয়বীয় পদার্থের কোন অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বয়ুবীয় পদার্থের সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করে। 




উপরের ছবিতে  ছোট পিস্টনের উপর যে বল(F1) প্রয়াগ প্রয়োগ করা হয়ছে সেই বলই আবার বড় পিস্টনে  (F2) হিসেবে ক্রিয়া করেছে। তাই এখানে প্যাসকেলের সূএের বাস্তব প্রয়োগ ঘটেছে। 
0
0
Tags

إرسال تعليق

0 تعليقات
إرسال تعليق (0)