নিউটনের মহাকর্ষ সূএ (law of gravitation) : মহাবিশ্বে যেকোন দুটি বস্তুু পরষ্পরকে আকর্ষন করে। এ আকর্ষন বলের মান বস্তুু দুটির ভরের গুনফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের ব্যাস্তানুপাতিক।
F=Gm1m2/d^2
m1ওm2 হলো দুটি বস্তুকনার ভর। d এদের মধ্যকার দূরত্ব এবং G মহাকর্ষ ধ্রুবক।
নিউটনের গতি সংক্রান্ত সূএ(newton's law of motion) :
নিউটনের গতিসংক্রান্ত তিনটি সূএ;
প্রথম সূএ (1st law) :
কোন বস্তুুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তুু স্থির থাকবে এবং গতিশীল বস্তুু গতিশীল থাকবে।
দ্বিতীয় সূএ (2nd law):
বস্তুুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।
তৃতীয় সূএ(3rd law):
প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে।
0
0
0