আর্কিমিডিসের সূএ (Archimedes principle)

Cyral Carbon
0


যে কোনো তরল বা বয়বীয় পদার্থে কোন বস্তুু ডুবালে এর ওজন কম হয়। এর কারন বস্তুুটি যে আয়তন দখল করে করেছে তার সমপরিমাণ তরল বা বায়বীয় পদার্থ সে অপসারন করেছে। এজন্য বস্তুুটির ওজন কম হয়।

প্লাবতা : কোন বস্তুু সম্পূর্ন বা আংশিকভাবে কোন স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থের  চাপের জন্য বস্তুু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে প্লাবতা বলে। 

★ আর্কিমিডিসের নীতি (Principle ) :

কোন বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরুপে ডুবালে বস্তুুটি কিছু ওজন হারায়। এ হারানো ওজন বস্তুুটি দ্বারা অপসারিত তরল বা বয়ুবীয় পদার্থের ওজনের সমান।

আবার বস্তুুটি যে পদার্থটি অপসারন করেছে সেটিকে ওজন করলে বস্তুুটির হারানো ওজনের সমান হবে।
 
♦ বস্তুুর ভাসা বা নিমজ্জনে 3 টি ঘটনা ঘটতে পারে :
W = বস্তুুর ওজন এবং W" = অপসারিত তরলের ওজন হলে,

1. W > W" হলে বস্তুুটি ডুবে যাবে অথবা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে।
2. W <  W" হলে বস্তুুটি ভেসে থাকবে। 
3. W = W" হলে বস্তুুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। 

নিচে কয়েকটি পদর্থের ঘনত্ব দেওয়া হলো :
   
অ্যালুমিনিয়াম -  2700 kg/m^-3
তামা -  8920 "
কাচ - 2400-2800 "
সোনা - 19300 "
রুপা - 10500 "
সীসা - 11300 "
লোহা - 7860 "
বরফ - 917 "
প্লাটিনাম - 21400 "
মোম -870-960 "
কাঠ -700-900 "
কর্ক - 200-260 "
কেরোসিন - 800 "
গ্লিসারিন - 1260 "
পানি - 1000 "
বাতাস - 1.29 "

 

0
0

Post a Comment

0 Comments
Post a Comment (0)