হুুকের সূএ(Hook's law)

Cyral Carbon
0
হুুকের সূএ জানতে হলে প্রথমই স্থিতিস্থাপকতা বিষয়টি জানতে হবে।

স্থিতিস্থাপকতা(Elasticity): 

কোন বস্তুুর উপর বল প্রয়োগ করে বিকৃতি ঘটানোর পর যদি বল অপসারিত করা হলে যদি বস্তুুটি পূর্বের আকার বা আয়তন ফিরে পায় তাহলে সেই বস্তুুটিকে স্থিতিস্থাপক  পদার্থ বলে।  আর এই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা।

স্থিতিস্থাপক সীমা(Elastic limit) :

প্রযুক্ত বাহ্যিক বলের যে সর্বোচ্চ বা উর্ধ্বসীমা পর্যন্ত কোন বস্তুু স্থিতিস্থাপক থাকে তাকে ঐ বস্তুুর স্থিতিস্থাপক সীমা বলে।

পীড়ন(Stress):  

একক ক্ষেএফলে বিকৃতির কারনে পদার্থের ভেতর যে বল তৈরি হয় তাকে পীড়ন বলে। অর্থাৎ পীড়ন =F/A

 বিকৃতি(Strain):

বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যে যে আপেক্ষিক পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে।অর্থাৎ বিকৃতি = দৈর্ঘ্যের পরিবর্তন/আদি দৈর্ঘ্য
হুকের  সূএ (Hook's law):
স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক।  অর্থাৎ পীড়ন œ বিকৃতি 

কাজেই, পীড়ন =ধ্রুবক*বিকৃতি

mind it,স্থিতিস্থাপক সীমা না থাকলে বা ভেঙ্গে গেলে হুুকের সূএ কাজ করবে না।

0
0
Tags

إرسال تعليق

0 تعليقات
إرسال تعليق (0)