ক্যালোরিমিতির মূলনীতি (Fundamental principle of calorimetry)

Cyral Carbon
0

ক্যালোরিমিতির মুলনীতি জানতে হলে দুটি বিষয় আগে জানতে হবে। তাপধারন ক্ষমতা ও আপেক্ষিক তাপ এ দুটি বিষয় জানতে হবে।

আপেক্ষিক তাপ(specific heat):
1 kg পদার্থের কোন বস্তুুর তাপমাত্রা 1 k(কেলভিন) বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তা হচ্ছে ঐ বস্তুুর আপেক্ষিক তাপ।
চিএে  s হচ্ছে আপেক্ষিক তাপ,Q হচ্ছে তাপের পরিমাণ, m হচ্ছে বস্তুুর  ভর,,  (t2-t1) হচ্ছে তাপমাত্রার পরিবর্তন।কয়েকটি বস্তুুর আপেক্ষিক তাপ দেওয়া হলোঃ

পানি-4200 J/kg/k
বরফ-2100 "
জলীয়বাষ্প-২০০০ "
তামা-400 "
রুপা-230 "
সীসা-130 "
মানবদেহ -3470 "
কাচ-670 "
পারদ-140

তাপধারন ক্ষমতা (Heat capacity) :

কোন বস্তুুর তাপমাত্রা 1k বড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুুর তাপধারন ক্ষমতা বলে।
চিএে c হচ্ছে  তাপধারন ক্ষমতা, Q হচ্ছে  তাপের পরিমাণ,  ডেল  T হলো তাপমাত্রার পরিবর্তন।

ক্যালোরিমিতির  মুলনীতি (principle of calorimetry)  :
বর্জিত তাপ = গৃহীত তাপ
0
0

إرسال تعليق

0 تعليقات
إرسال تعليق (0)