সম আয়ন প্রভাব ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন?

Cyral Carbon
0
 সম আয়ন প্রভাব ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন?

 সম আয়ন প্রভাব এর ফলে দ্রাব্যতা হ্রাস পায় কারণ কোন সম্পৃক্ত দ্রবণ সাম্য অবস্থা বিরাজকারী আয়নসমূহের  মধ্যে যেকোনো একটি আয়নের অনুরুপ আয়ন যোগ করলে সসম্পৃক্ত দ্রবণে একটি নির্দিষ্ট আয়নের ঘনমাএা বৃদ্ধি পায়। ফলে দ্রবণটি আয়নিক গুণফল বৃদ্ধি পায়। দ্রাব্যতা নীতি অনুসারে, আয়নিক গুণফল এর মান দ্রাব্যতা গুণফলের অপেক্ষা বেশি হওয়ায় দ্রাব্যতা গুণফল এর মানে স্থির রাখার জন্য দ্রাব্যতা হ্রাস পায়।

★  বন্দি  পাঠশালার প্রিমিয়াম কোর্স ফ্রিতে  watch & Download  করতে এখানে ক্লিক কর,,,,,, 

0
0
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)