লগারিদম পদ্ধতি । Logarithm method

Cyral Carbon
0



লগারিদম পদ্ধতি দুই ধরনের :-

1.স্বাভাবিক লগারিদম:

স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার ১৬১৪ সালে e কে ভিত্তি করে প্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন। e একটি অমূলদ সংখ্যা,,e = 2.71828....। তার এই নেপিরিয়ান বা e ভিওিক লগারিদম বা তাও্বীয় লগারিদম বলা হয়। logex কে lnx আকারে লেখা হয়।

e = 2.71828....


2. সাধারন লগারিদম :-

ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিগস ১৬২৪ সালের 10 কে ভিত্তি করে লগারিদমের টেবিল তৈরি করেন। তার এই লগারিদম পদ্ধতিকে ব্রিগস লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম বা ব্যাবহারিক বলা হয়।এই লগারিদমকে log10x আকারে লেখা হয়।

[ NB: লগারিদমের ভিত্তির উল্লেখ না থাকলে রাশির ক্ষেত্রে e কে এবং সংখ্যার ক্ষেত্রে 10 ভিত্তি হিসেবে ধরা হয়। লগ সারণিতে ভিওি 10 ধরতে হয় ]
0
0
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)