পৃষ্ঠটান ( Surface tension )

Cyral Carbon
0


তরল মাএই একটি বিশেষ ধর্ম আছে, তরল পৃষ্ঠ সর্বদাই সঙ্কুচিত হয়ে সর্বনিম্ন ক্ষেএফলে আসতে চায়। তরলের মধ্য যে বিশেষ বলের প্রভাবে এই ধর্ম প্রকাশ পায় তাকে পৃষ্ঠটান বলে।

সংজ্ঞা : কোন তরলের পৃষ্ঠে একটি সরলরেখা কল্পনা করলে উক্ত রেখার প্রতি একক দৈর্ঘ্যে উভয় পাশ্বে যে স্পশিনী বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলে।


ব্যাখা :

ধরি,
কোন একটি তরলের মুক্ত পৃষ্ঠরর উপর অঙ্কিত একটি রেখার দৈর্ঘ্য L, ঐ সরল রেখার উভয় পাশ্বে তরল সংকুচিত হতে চাইবে এবং পরষ্পর হতে দূরে সরে যেতে চাইবে। তাই BC রেখার উপর প্রতি একক দৈর্ঘ্যে একটা টান পড়বে। ধরি, ওই রেখার অভিলম্বভাবে ও পৃষ্ঠের স্পর্শক রেখার উভয় পার্শে বিদ্যামান বল F.

তাহলে, পৃষ্ঠটান = বল ÷দৈর্ঘ্য

T = F/L

★ পৃষ্ঠটানের একক :

পৃষ্ঠটটান একটি প্রকৃতিক রাশি। MKS বা SI বা আন্তর্জাতিক একক হচ্ছে নিউটন /মিটার।

★ পৃষ্ঠটানের বৈশিষ্ট্য :

তরলের পৃষ্ঠটানের নিম্নলিখিত দুটি বৈশিষ্ট রয়েছে:

ক. পৃষ্টটান তরলকে সংকুচিত করার চেষ্টা করে।

খ. তরলের ক্ষেএফল বাড়ানোর চেষ্টা করলে পৃষ্ঠটান প্রতিরোধ করার চেষ্টা করে।

পৃষ্ঠটানের উপর প্রভাবকারী বিষয় :

ক. দূষিতকরন : তরল যদি চর্বি, তেল প্রভৃতি  দ্বারা দূষিত হয়, তাহলে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়।

খ. দ্রবীভূত বস্তুুর উপস্থিতি : তরলে কোন বস্তু দ্রবীভূত থাকলে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। তরলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়, কিন্তুু জৈব পদার্থ থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়।

গ.তাপমাত্রা : তরলের পৃষ্টটান অনেকভাবে তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাএা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পায়ে এবং তাপমাএা হ্রাস পেলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়।।

তাপমাত্রা ও পৃষ্ঠটানের মধ্যে সম্পর্ক হলো :
T = T' ( 1 - αt ) 

এখানে, T হলো t degree সেলসিয়াস তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান,  T' হলো 0 degree  সেলসিয়াস তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান এবং α তরলের তাপমাত্রা গুণাঙ্ক।

যে তাপমাত্রায় কোন একটি তরলের পৃষ্ঠটান শূন্য হয়, তাকে সংকট তাপমাত্রা (Critical temperature) বলে।

 ★ তরলের উপরে অবস্থিত মাধ্যম :

তরলের উপরে অবস্থিত মাধ্যমের উপর তরলের পৃষ্ঠটান নির্ভর করে।  পানির সাথে জলীয়বাষ্প থাকলে পৃষ্ঠটান হয় 70 আর তরলের সাথে বায়ুর সংস্পর্শ থাকলে পৃষ্ঠটান হয় 72।
তরলের মুক্ততলের সাথে অন্যকোন বস্তুুর উপস্থিততি : 
তরলের মুক্ত তলের সাথে অন্যকোন বস্তির সংযুক্তি হলে পৃষ্ঠটান হ্রাস পায়।

★ তড়িতাহিতকরন
তরল তড়িতাহিত হলে পৃষ্ঠটান হ্রাস পায়। কেননা তড়িতাহিত হবার ফলে তরলের পৃষ্ঠে বর্হিমুখি চাপের সৃষ্টি হয়। এর ফলে তরল পৃষ্ঠের ক্ষেএফল বৃদ্ধি পায়। কাজেই পৃষ্ঠটান হ্রাস পায়। 

0
0

Post a Comment

0 Comments
Post a Comment (0)