স্থির চার্জের চারপাশে তড়িৎ বলরেখার একটি নিদিষ্ট বিন্যাস থাকে।আবার গতিশীল চার্জের চারপাশে তড়িৎ ক্ষেএের সাথে অতিরিক্ত চৌম্বকক্ষেএের সৃষ্টি হয়। স্থির চার্জ বা সমদ্রুতিতে গতিশীল চার্জের জন্য চারপাশে তড়িৎক্ষেএ বা চৌম্বকক্ষেত্র উভয়ের জন্য শক্তির ঘনত্ব সৃষ্টি হবে, যা সময়ের সাথে ধ্রুব হবে। তড়িৎক্ষেএ ও চৌম্বকক্ষেত্র ছাড়া দূরবর্তী কোন স্থানে সংকেত পাঠানো যায় না,কারন চার্জ থেকে কোনরূপ শক্তি বা ভরবেগ স্থানান্তরিত হয় না এবং কোন তড়িৎ চৌম্বক বিকিরিত হয় না। এ দূরবর্তী স্থানে সংকেত পাঠানো যায় শুধুমাএ কম্পমান চার্জ থেকে নির্গত তড়িৎ চৌম্বক বিকিরণের জন্য। তড়িৎচৌম্বক তরঙ্গ তড়িৎক্ষেএ তরঙ্গ ও চৌম্বকক্ষেএ তরঙ্গ নিয়ে গঠিত। এতে তড়িৎক্ষেএ E এবং চৌম্বকক্ষেএ B সর্বদা লম্বভাবে অবস্থান করে।
চিএে XY তলে তড়িৎক্ষেএ তরঙ্গ ও XZ তলে চৌম্বকক্ষেএ তরঙ্গ অবস্থান করছে এবং তড়িৎচৌম্বক তরঙ্গ X অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে। তড়িৎচৌম্বক তরঙ্গ X অক্ষের ধনাত্মক দিকে অগ্রসর হলে E ধনাত্মক Y অক্ষেরদিকে অবস্থান করবে তখন B ধনাত্মক Z অক্ষের দিকে এবং যখন E ঋনাত্বক Y অক্ষের দিকে অবস্থান করবে তখন B ঋনাত্বক Z অক্ষের দিকে অবস্থান করবে। তড়িৎচৌম্বক তরঙ্গে তড়িৎক্ষেএ ও চৌম্বকক্ষেএের র কম্পাঙ্ক সমান এবং উভয়ের দমা একই এই তরঙ্গ সঞ্চালনের জন্য কোন মাধ্যমের দরকার হয় না।
কম্পমান বা ত্বরনে গতিশীল চার্জ থেকে নির্গত, পরষ্পরের সাথে এবং তরঙ্গ সঞ্চালনের সাথে লম্বভাবে অবস্থিত, সমান কম্পাঙ্ক এ সমদশা সম্পন্ন তড়িৎক্ষেএ ও চৌম্বকক্ষেএ তরঙ্গের সমন্বয়ে গঠিত তরঙ্গকে তড়িৎচৌম্বক তরঙ্গ বলে।
শূন্যস্থানে তড়িৎক্ষেএ তরঙ্গকে লেখা যায়,
এখানে,
E হচ্ছে x অবস্থানে t সময়ে তড়িৎক্ষেএের মান, λহচ্ছে তরঙ্গদৈর্ঘ্য , C হচ্ছে আলোর বেগ, Em হচ্ছে একইভাবে তড়িৎক্ষেএের সর্বচ্চমান।
একইভাবে,
B হচ্ছে x অবস্থানে t সময়ে চৌম্বকক্ষেএের মান, λ হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য , C হচ্ছে আলোর বেগ, Bm হচ্ছে একইভাবে তড়িৎক্ষেএের সর্বচ্চমান।
ম্যাক্সওয়েল তড়িৎচৌম্বক তরঙ্গ তও্ব তড়িৎ ও চৌম্বক সংক্রান্ত চারটি সমীকরণের উপর প্রতিষ্ঠিত। তিনি দেখানযে, তড়িৎচৌম্বক তরঙ্গের দ্রুতি,
C = E/ B
তিনি আরও দেখান যে, শূন্য স্থানে তড়িৎচৌম্বক তরঙ্গের দ্রুতি,
C = 1/√ዞ.⋸
0
0
0