বিজ্ঞানীরা গ্যাসের ভৌতধর্মের কথা ভেবে এর সমাধান স্বরূপ গ্যাসের আণবিক গতিতত্ত্বের সাহায্যে এসব গ্যাসের সূএের ব্যাখা দিয়েছেন। এক্ষেত্রে বিজ্ঞানী ম্যাক্সওয়েল ও বোল্টজম্যানের অবদান বিশেষ উল্লেখযোগ্য।
গ্যাসের আনবিক গতিতত্ত্বের স্বীকার্যগুলো নিম্নে দেওয়া হলো :
1. গ্যাসের গঠন :
যেকোন গ্যাস অসংখ্য ক্ষুদ্র কনিকা যেমন পরমানু বা অনু নিয়ে গঠিত। এসব কনিকা বা অনু দ্রুতগতিতে সরলরৈখিক পথে সবদিকে ছোটাছুটি করে।
2. গ্যাস অনুসমূহের আয়তন :
গ্যাস অনুগুলোর মোট আয়তন গ্যাসাধারের বা গ্যাস পাএের মোট আয়তনের তুুলনায় নগন্য বা নেই বললে চলে, গ্যাসের মোট আয়তনের অধিকাংশ স্থানই খালি।
3. গ্যাস অনুসমূহের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ :
গ্যাস অনুগুলোর মধ্যে পারষ্পারিক কোন আকর্ণন বা বিকর্ষণ নেই, তারা পরষ্পর প্রভাবমুক্ত বা স্বাধীন। এই আদর্শ গ্যাসের ক্ষেএে গ্যাসাধারের বা গ্যাস পাএের সাথে গ্যাসের কোন আকর্ষন থাকে না।
4. আন্তঃআনবিক সংঘর্ষ ও প্রকৃতি :
গ্যাস অনুগুলোর মধ্যে পরষ্পরের সাথে বা পাএের দেয়ালের সাথে সংঘর্ষ ঘটে, তখন ঐ সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় অর্থাৎ তাদের গতিশক্তি অভ্যন্তরীণ বা অন্যকোন শক্তিতে রুপান্তরিত হয় না। নিদিষ্ট তাপমাত্রায় (T) গ্যাসের অনুগুলোর মোট গতিশক্তি (Ek) স্থির থাকে।
5. গ্যাসের চাপ :
অবিরাম স্থিতিস্থাপক সংঘর্ষের মাধ্যমে গ্যাসাধারের দেয়ালে প্রতি একক ক্ষেএফলে গ্যাস অনুগুলোর প্রয়োগকৃত বলকে গ্যাসের চাপ বলে।
♦ গ্যাস মিশ্রণের আংশিক চাপ :
কোন গ্যস মিশ্রণ যে আয়তন দখল এর একটি উপাদান গ্যাস এ একাকী ঐ আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করে তাকে আংশিক চাপ বলে।
6. গ্যাসের অনুর গতিশক্তি :
গ্যাসের অনুগুলোর গড় গতিশক্তি সংশ্লিষ্ট গ্যাসের কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। যদি কোন আদর্শ গ্যাসের আয়তন V, এর চাপ P, প্রতিটি গ্যাস অনুর ভর m, অনুর সংখ্যা N এবং গ্যাস অনুুর বর্গমূল গড় বর্গবেগ c, হয় তবে;
PV = mNc^2÷3
এটি আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ।
★ আনবিক সংঘর্ষ ও সংঘর্ষ ব্যাস :
গ্যাসের আনবিক সংঘর্ষ বুঝতে হলে আনবিক ব্যাস, আনবিক সংঘর্ষ ব্যাস ও গড় মুক্ত পথ এ তিনটি ধারনা থাকা প্রয়োজন।
দুটি অনুর সম্ভাব্য নূন্যতম দূরত্বে এসে এদের মধ্যে বিকর্ষণের কারনে বিপরীত দিকে ফিরে যাওয়াকে আনবিক সংঘর্ষ বলে।
দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বসমুহের গড় মানকে গ্যাস অনুর গড় মুক্ত পথ বলে।
প্রতিটি আনবিক সংঘর্ষকালে উভয় অনুর কেন্দ্রবিন্দুর নূন্যতম দূরত্বকে সংঘর্ষ ব্যাস বলে। সংঘর্ষ ব্যাসকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আনবিক
ব্যাস থেকে সংঘর্ষ ব্যাস একটু বড় হয়। অধিকাংশ গ্যাসের ক্ষেএে ব্যাসের মাএা 2A হয়।
বিজ্ঞানীরা গ্যাস অনুগুলোর গতিবেগকে তিনভাগে প্রকাশ করেছেন। যথা :
1. বর্গমুল গড় বর্গবেগ : RMS - Root mean squre velocity
2. সাধারন গড়বেগ : Average velocity
3. সম্ভাব্য বেগ : Most probable velocity
ব্যাখা :
1. বর্গমূল গড় বর্গবেগ বা RMS বেগ :
কোন গ্যাসের অনুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাস অনুগুলোর RMS বেগ বলে। একে c দ্বারা প্রকাশ করা হয়।
তাপমাত্রা দেওয়া থাকলে RMS বেগের রাশিমালা হবে,
2. গড় বেগ :
কোন গ্যাসের অনুগুলোর বিভিন্ন গতিবেগের পাটিগণিতীয় গড় মানকে ঐ গ্যাসের অনুগুলোর গড় গতিবেগ বলা হয়। গড় গতিবেগকে c বার দ্বারা প্রকাশ করা হয়।
তাপমাত্রা দেয়া থাকলে এর রাশিমালা হবে :
4. সম্ভাব্য বেগ :
গ্যাসের অনুগুলোর সংঘর্ষের কারনে কোন একটি নিদিষ্ট মুহূর্তে একটি বিশেষ বেগ লাভ করে। বিশেষ মুহূর্তের এই বেগকে সম্ভাব্য বেগ বলে। একে আলফা দ্বারা প্রকাশ করা হয়।
তাপমাত্রা দেয়া থাকলে এর রাশিমালা হবে :
0
0
0