1. বয়েলের সূএ(Boyles law):
বিজ্ঞানী টারসেলি ব্যারোমিটার আবিষ্কার করার পর ইংরেজ রসায়নবিদ রর্বাট বয়েল তাপমাত্রা স্থির রেখে বিভিন্ন গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব সম্পর্কে গবেষনা করেন। তার গবেষনার ফলাফল 1660 সালে প্রকাশ করেন যাকে বয়েলের সূএ বলে।
সূএ: স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যাস্তানুপাতিক।
ব্যাখা : স্থির তাপমাত্রায় (T) নিদিষ্ট মোল (n) পরিমান বা ভরের কোন গ্যাসের উপর প্রযুক্ত চাপ (P) এবং এর আয়তন (V) হলে,
এক্ষেত্রে তাপমাত্রা ও মোল স্থির ধরা হয়েছে,
★লেখচিত্রের সাহায্য বয়েলের সূএের ব্যাখা :
★ আয়তন (v) বনাম চাপ (p):
নিদিষ্ট তাপমাত্রায় নিদিষ্ট ভরের কোন গ্যাসের উপর বিভিন্ন চাপ প্রয়োগ করে লিপিবদ্ধ করলে X -অক্ষকে চাপ (p) ও Y- অক্ষকে আয়তন (v) ধরে লেখচিত্র অঙ্কন করলে নিচের ন্যায় লেখচিত্র পাওয়া যায়,
★ আয়তন (v) বনাম P^-1 লেখচিত্র হবে :
★ PV বনাম P এর লেখচিত্র হবে :
স্থির তাপমাত্রায় এ প্রক্রিয়া সম্পন্ন হয় বলে এই সকল লেখকে সমতাপীয় (isothermal) রেখা বলা হয়.
2.চার্লসের সূএ (Charles law):
1787 সালে ফ্রান্স বিজ্ঞানী চার্লস ও 1802 সালে গে-লুসাগ পৃথকভাবে তাপমাত্রার সাথে গ্যাসের আয়দন সম্পর্কে জানতে পরেন।চার্লসের সূএে চাপ স্থির।
সূএ: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক।
ব্যাখা :
★ লেখের সাহায্য :
বিভিন্ন স্থির চাপে এসব লেখকে চার্লসের সূএের সমচাপীয় লেখ বা আইসোবার (isobar) বলে।
0
0
0