আলোর প্রতিফলনের সকল ধারনা (Reflection of light)

Cyral Carbon
0



আলোর প্রতিফলন বিষয়ে জানতে হলে প্রতিফলন কাকে বলে তা জানতে হবে??

প্রতিফলনের সংজ্ঞা: আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্যকোন মাধ্যমে বাধাঁ পায় তখন দুই মাধ্যমের বিভেদতল হতে কিছু পরিমাণ আলো আবার আগের মাধ্যমে ফিরে আসে একে আলোর প্রতিফলন বলে।
যে মাধ্যমে আলো বাধাঁ পায়ে ফিরে আসে তাকে প্রতিফলক পৃষ্ঠ বলে।

আপাতিত আলো কতটুকু প্রতিফলিত হবে তা দুটি বিষয়ের উপর নির্ভর করে:

১.আপাতিত আলো প্রতিফলকের উপর কত কোনে আপাতিত হচ্ছে।
২.প্রথম ও দ্বিতীয় মাধ্যমের প্রকৃতির উপর।

★ প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতি অনুসারে প্রতিফলন দুই প্রকার :

১.নিয়মিত প্রতিফলন(regular reflection) :

যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোন পৃষ্ঠে আপাতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ যদি সমান্তরাল থাকে বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় তাকে আলোর নিয়মিত প্রতিফলন বলে।

২.ব্যাপ্ত প্রতিফলন(diffused reflection) :

যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোন পৃষ্ঠে আপাতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল থাকে না বা অভিসারি বা অপসারী রশ্মিগুচ্ছে পরিনত না হয় তাহলে সেই প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলে।

★ কয়েকটি সংজ্ঞা (a few definition) :

১.আপাতিত রশ্মি : যে রশ্মি প্রতিফলকের উপর এসে পরে তাকে আপাতিত রশ্মি বলে।

২.আপাতন বিন্দু: আপাতিত রশ্মি প্রতিফলকের উপর যে বিন্দুতে এসে পরে তাকে আপাতন বিন্দু বলে।

৩.অভিলম্ব: আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে।

৪.প্রতিফলিত রশ্মি : প্রতিফলকে বাধাঁ  পেয়ে যে রশ্মি আগের মাধ্যমে ফিরে আসে তাকে প্রতিফলিত  রশ্মি  বলে।

৫.আপাতন কোন: আপাতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোনকে আপাতন কোন বলে।

৬.প্রতিফলন কোন: প্রতিফলিত রশ্মি  অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে প্রতিফলন কোন বলে।
★  আলোর প্রতিফলনের সূএ:

আলোর প্রতিফলন দুটি সূএ মেনে চলে।যথা:

১.আপাতিত রশ্মি, আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে।

২.আপাতন কোন সর্বদা প্রতিফলন কোনের সমান হয়।  
0
0

Post a Comment

0 Comments
Post a Comment (0)