কেপলারের সূএ(Kepler's Law)

Cyral Carbon
0
ষোড়শ শতাব্দীতে ডেনমার্কের জ্যোতির্বিদ টাইকোব্রে মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ করেন এবং কিছু তথ্য সংগ্রহ করেন। তার এ গবেষণা এবং অন্যান্য  পর্যবেক্ষণেরর সাহায্যে ১৬১৮ সালে ডেনমার্কেরর অপর জ্যোতির্বিদ জোহান কেপলার এ সিদ্ধান্তে উপনীত হন যে, গ্রহগুলো কোন এক বলের প্রভাবে সূ্র্যকে কেন্দ্র করে অবিরাম ঘুরছে। এই সর্ম্পকে তিনি তিনটি সূএ দেন যা কেপলারের সূএ নামে পরিচিত। সূএ তিনটি নিচে দেওয়া হলোঃ


প্রথম সূএ(1st law):(উপবৃওের সূএ)

প্রতিটি গ্রহ সূ্র্যকে উপবৃওের ফোকাসে রেখে একটি উপবৃওাকার পথে প্রদক্ষিণ করছে।

দ্বিতীয়  সূএ(2nd law): (ক্ষেএফল সূএ)

গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেএফল অতিক্রম করে।

তৃতীয় সূএ(3rd law):(সময়ের সূএ)

প্রতিটি গ্রহের পর্যায়কালেরর বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক।


পড়ন্ত বস্তুুর সূএ গুলো জানতে এখানে ক্লিক করুন।
 

0
0
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)